ভীম কেন কীচকে বধ করেছিল?
![ভীম কেন কীচকে বধ করেছিল?](https://eibela.com/upload/1505299593782.jpg)
হিন্দু পৌরাণিক কাহিনি মতে, কীচক ছিলেন মৎস্যরাজ বিরাটের শ্যালক ও প্রধান সেনাপতি । বিরাট রাজ্যে কীচকের এমনই প্রবল প্রতিপত্তি ছিল যে তাকে খোদ বিরাট রাজাও খাঁটাতে চাইতেন না৷ সেই কীচকে হত্যা করেছিলেন ভীম৷
এদিকে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবেরা তাঁদের অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার আশ্রয় গ্রহণ করেছিলেন। ওই সময় দ্রৌপদী সৌরন্ধ্রী নাম নিয়ে সেখানে পরিচারিকার কাজ করতেন। এই সৌরন্ধ্রীরূপী দ্রৌপদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কীচক তাঁকে প্রথমে বিবাহের প্রস্তাব দিলে তা দ্রৌপদী প্রত্যাখান করেন। তারপরও কীচক বারবার অনুরোধ করায় কীচকের বোন তথা বিরাট রানি সুদেষ্ণা মদ আনার অছিলায় দ্রৌপদীকে কীচকের ঘরে পাঠান।
তখন কীচক দ্রৌপদীকে আকর্ষণ করার চেষ্টা করলে, দ্রৌপদী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়াতে দৌড়াতে একেবারে বিরাটের রাজসভায় উপস্থিত হন। কিন্তু পিছু পিছু কীচক রাজসভায় এসে সর্বসমক্ষে দ্রৌপদীর চুল ধরে লাথি মেরে অপমান করতে থাকেন।
রাজসভায় এমন ঘটনা ঘটতে দেখেও বিরাট রাজা কিছুই করেন না৷ আবার ওই সময় অজ্ঞাতবাস চলায় পাণ্ডবরা উক্ত সভায় পরিচয় আত্মগোপন করেছিলেন৷ ফলে কোনও প্রতিবাদ না করে এই অপমান সহ্য করেন৷ কিন্তু দ্রৌপদী এই অপমান একেবারেই মেনে নিতে পারেননি৷ তাই সেই রাতে গোপনে ভীমের কাছে গিয়ে প্রতিশোধ নেবার জন্য উত্তেজিত করেন।
ফলে তাঁরা দু’জনে মিলে ফন্দি আঁটেন৷ ভীমের পরামর্শ মতো দ্রৌপদী কীচককে রাতে তাঁর সঙ্গে নাট্যশালায় মিলিত হওয়ার অনুরোধ করেন। কীচক সেই ডাকে সাড়া দিয়ে সেখানে যান৷ কিন্তু সেখানে দ্রৌপদীর বদলে ভীম উপস্থিত থাকেন এবং সেখানেই ভীমের হাতে কীচক নিহত হন৷
কথিত আছে, ভীম তাঁকে এমন বীভৎস্য ভাবে হত্যা করেন যে, কীচকের হাত-পা, মাথা শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন৷ তখন সেই মৃতদেহ বীভৎস্য একটি মাংসপিণ্ডে পরিণত হয়।
No comments: