Header Ads

Breaking News
recent

রংপুর রাইডার্স সবার আগে চট্টগ্রামে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স চট্টগ্রাম পৌঁছেছে।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচতারা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে পৌঁছে ক্রিকেটারদের বহনকারী বাসটি।

এ সময় রেডিসনের আশপাশে দলের অন্যতম সেরা তারকা ও ক্যারিবীয় ক্রিকেট আইকন ক্রিস গেইলসহ অন্য খেলোয়াড়দের একনজর দেখার জন্য কৌতূহলী ভক্তদের ভিড় জমে যায়। সবার চোখ খুঁজে ফিরছিল দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে।
ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছিলেন নগর পুলিশের ‍উপ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। তিনি বাংলানিউজকে বলেন, বিপিএলকে ঘিরে তিনটি হোটেল, স্টেডিয়াম ও টিম চলাচলের পথে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবার রেডিসনে থাকবে বিপিএলের ৫টি টিম। হোটেল পেনিনসুলায় থাকবে ২টি টিম। ম্যাচের কর্মকর্তারা থাকবেন হোটেল আগ্রাবাদে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, বুধবার বিকেলে বিমানবন্দর হয়ে হোটেল রেডিসনে পৌঁছেছে রংপুর রাইডার্স দল। বাকি দলগুলো বৃহস্পতিবার আসার কথা রয়েছে। তিনটি হোটেলে শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই সাদা পোশাকধারী। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় নেই। অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও নিশ্চিদ্র নিরাপত্তার ছক এঁকে কাজ করছে।   
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বিপিএলে প্রচুর তারকা খেলোয়াড় রয়েছেন। তাই সবার আগে তাদের নিরাপত্তার নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স। ওই দিন বিকেলের ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯

No comments:

SARKER. Powered by Blogger.