Header Ads

Breaking News
recent

গাছও এখন শুরু করেছে লিঙ্গ পরিবর্তন করা!

দেশে শুধু নয়, বিদেশেও আধুনিক সমাজে সংখ্যায় বাড়ছে রূপান্তরকামীরা।
জন্মেছি যে লিঙ্গ নিয়ে, তাতে খুশি নই। চাই বিপরীত হতে।‘এমন ভাবনার মানুষ বেড়েই চলেছে দুনিয়া জুড়ে। এ কথায় নতুনত্ব কিছু নেই আজ আর।
কিন্তু শুধু নতুনত্ব নয়, বোধহয়, এ পৃথিবীতে বড় সড় একটা পরিবর্তন হতে শুরু করেছে। শুধু মানুষ নয়, গাছও এখন শুরু করেছে লিঙ্গ পরিবর্তন করা!


index98798+7 গাছও এখন শুরু করেছে লিঙ্গ পরিবর্তন করা!
সেন্ট্রাল স্কটল্যান্ডের একটি ছোট জায়গা পার্থশায়ার। সেখানেই একটি গাছ দীর্ঘদিন ধরে রয়েছে।
কেউ কেউ বলেন গাছটি পাঁচ হাজার বছরেরও পুরনো। সেই গাছটি গত কয়েক শতক ধরে বিজ্ঞানীদের কাছে পরিচিত ছিল পুরুষ গাছ হিসেবেই।
কিন্তু অবাক করার মতো বিষয় হল, সেই গাছটি আর পুরুষ নেই! হয়ে গিয়েছে নারী!
এমনটাই জানিয়েছেন, এডিনবোরোর, রয়্যাল বোটানিক গার্ডেনের প্রধান ম্যাক্স কোলেম্যান।
পুরুষ গাছটি কিভাবে একা-একাই স্ত্রী গাছে পরিণত হল?
না, উত্তর নেই বিজ্ঞানীদের কাছেও। তাঁরাও যে বিষ্ময় কাটিয়ে উঠতে পারছেন না! কেউ কেউ বলার চেষ্টা করছেন, হতে পারে এই গাছটি ৫ হাজার বছর পরেই হয়তো ফল দেয়।
যদিও উদ্ভিদ বিশেষজ্ঞরা এত তাড়াহুড়ো করে উত্তর দিতে চাইছেন না। আর একটু সময় নিতে চাইছেন, এই বিবর্তনের ব্যাখ্যা দেওয়ার জন্য।

No comments:

SARKER. Powered by Blogger.