
হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধামে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু হতে যাচ্ছে আগামী ৪-৬ মার্চ। তীর্থ যাত্রীদের সার্বিক নিরাপাত্তা, পানীয়জল, পয়ঃপ্রণালী, যাতায়াতের জন্যে ট্রেন-বাসের ব্যবস্থাসহ মেলার যাবতীয় প্রস্তুতির প্রক্রিয়া চলছে। তীর্থ যাত্রীদের নিরাপত্তা বিধান ও সার্বিক সহায়তাদানের লক্ষ্যে পুলিশ-আনসার-ভিডিপির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচশতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।