Wednesday, January 23, 2019

হিন্দু ধর্মীয় একটি গল্প lআমি পবনপুত্র হনুমান, শ্রীরামের দাস!



ধর্ম :: একদা জঙ্গল দিয়ে যাবার পথে মহাবল ভীম দেখলো একটা হনুমান (বানর) পথের পাশে শুয়ে আছে আর তার লম্বা লেজ পথের উপর ফেলে রেখেছে।
এই বানর আর অন্য কেউ ছিলেন না, ইনি ছিলেন শ্রীরামের সর্বোত্তম ভক্ত, মহাবলী হনুমান! নিজের

চট্টগ্রাম ভয়ংকর সড়কে প্রাণ হাতে নিয়ে যাত্রা

মিরসরাইয়ে দুর্ঘটনা। ফাইল ফটো
চট্টগ্রাম: এক সপ্তাহে তিন শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় নগরে চলাচলরত যানবাহন চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই মূল কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা।

রংপুর রাইডার্স সবার আগে চট্টগ্রামে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স চট্টগ্রাম পৌঁছেছে।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচতারা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে পৌঁছে ক্রিকেটারদের বহনকারী বাসটি।

এ সময় রেডিসনের আশপাশে দলের অন্যতম সেরা তারকা ও ক্যারিবীয় ক্রিকেট আইকন ক্রিস গেইলসহ অন্য খেলোয়াড়দের একনজর দেখার জন্য কৌতূহলী ভক্তদের ভিড় জমে যায়। সবার চোখ খুঁজে ফিরছিল দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে।
ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছিলেন নগর পুলিশের ‍উপ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। তিনি বাংলানিউজকে বলেন, বিপিএলকে ঘিরে তিনটি হোটেল, স্টেডিয়াম ও টিম চলাচলের পথে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবার রেডিসনে থাকবে বিপিএলের ৫টি টিম। হোটেল পেনিনসুলায় থাকবে ২টি টিম। ম্যাচের কর্মকর্তারা থাকবেন হোটেল আগ্রাবাদে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, বুধবার বিকেলে বিমানবন্দর হয়ে হোটেল রেডিসনে পৌঁছেছে রংপুর রাইডার্স দল। বাকি দলগুলো বৃহস্পতিবার আসার কথা রয়েছে। তিনটি হোটেলে শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই সাদা পোশাকধারী। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় নেই। অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও নিশ্চিদ্র নিরাপত্তার ছক এঁকে কাজ করছে।   
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বিপিএলে প্রচুর তারকা খেলোয়াড় রয়েছেন। তাই সবার আগে তাদের নিরাপত্তার নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স। ওই দিন বিকেলের ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯

চট্টগ্রাম জেলার ইতিহাস

জেলার ইতিহাস

সীতাকুন্ড এলাকায় পাওয়া প্রস্তরীভূত অস্ত্র এবং বিভিন্ন মানবসৃষ্ট প্রস্তর খন্ড থেকে ধারণা করা হয় যে, এ অঞ্চলে নব্যপ্রস্তর যুগে অস্ট্রো-এশিয়াটিক জনগোষ্ঠীরবসবাস ছিল। তবে, অচিরে মঙ্গোলদের দ্বারা তারা বিতাড়িত হয় (হাজার বছরের চট্টগ্রাম, পৃ‌২৩)। লিখিত ইতিহাসে সম্ভবত প্রথম উল্লেখ গ্রিক ভৌগোলিক প্লিনির লিখিত পেরিপ্লাস। সেখানে ক্রিস নামে যে স্থানের বর্ণনা রয়েছে ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালীর মতে সেটি বর্তমানের সন্দীপ। ঐতিহাসিক ল্যাসেনের ধারণা সেখানে উল্লিখিত পেন্টাপোলিশ আসলে চট্টগ্রামেরই আদিনাম। মৌর্য সাম্রাজ্যের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত নয় তবে পূর্ব নোয়াখালির শিলুয়াতে মৌর্য যুগেরব্রাহ্মী লিপিতে একটি মূর্তির পাদলিপি পাওয়া গেছে। তিব্বতের বৌদ্ধ ঐতিহাসিক লামা তারানাথের একটি গ্রন্থে চন্দ্রবংশের শাসনামলের কথা দেখা যায় যার রাজধানী ছিল চট্টগ্রাম। এর উল্লেখ আরাকানের সিথাং মন্দিরের শিলালিপিতেও আছে। তারানাথের গ্রন্থে দশম শতকে গোপীনাথ চন্দ্র নামের রাজার কথা রয়েছে (বাংলাপিডিয়া, খন্ড ৩, পৃ২৭৬)। সে সময় আরবীয় বনিকদের চট্টগ্রামে আগমন ঘটে। আরব ভৌগলিকদের বর্ণনার ‘সমুন্দর’ নামের বন্দরটি যে আসলে চট্টগ্রাম বন্দর তা নিয়ে এখন ঐতিহাসিকরা মোটামুটি নিশ্চিত (হাজার বছরের চট্টগ্রাম, পৃ‌২৩)। সে সময় পালবংশের রাজা ছিলেন ধর্মপাল। পাল বংশের পর এ অঞ্চলে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়।

এক নজরে চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন‌-বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র বাংলাদেশের আর কোন জেলার নেই।
ভৌগোলিক অবস্থান : বাংলাদেশের দক্ষিণপূর্বে ২০o৩৫' থেকে ২২৫৯' উত্তর অক্ষাংশ এবং ৯১২৭' থেকে ৯২২২’ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান।