দেশে শুধু নয়, বিদেশেও আধুনিক সমাজে সংখ্যায় বাড়ছে রূপান্তরকামীরা।
জন্মেছি যে লিঙ্গ নিয়ে, তাতে খুশি নই। চাই বিপরীত হতে।‘এমন ভাবনার মানুষ বেড়েই চলেছে দুনিয়া জুড়ে। এ কথায় নতুনত্ব কিছু নেই আজ আর।
কিন্তু শুধু নতুনত্ব নয়, বোধহয়, এ পৃথিবীতে বড় সড় একটা পরিবর্তন হতে শুরু করেছে। শুধু মানুষ নয়, গাছও এখন শুরু করেছে লিঙ্গ পরিবর্তন করা!